বাংলাদেশের পর্যটক আকর্ষণের অন্যতম স্থান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর । এটি গাজীপুর সাফারি পার্ক নামেও পরিচিত। পুরো পার্কটি ৪০০০ একর জমি নিয়ে অবস্থিত। বর্তমানে ৩১ প্রজাতির স্থানীয় ও আন্তর্জাতিক পশু এখানে দেখা যায়। এই পার্কটি পরিদর্শনের মাধ্যমে পর্যটকরা কিছুটা হলেও আফ্রিকার বন্য জগৎ সম্পর্কে ধারনা অর্জন করতে পারে। শালবন, বন্যপ্রাণি বিষয়ক অধ্যয়ন এবং উদ্ভিদ বৈচিত্র্য গাজীপুর সাফারি পার্কের অন্যতম বৈশিষ্ট্য। তাছাড়া ভোজ্য ফল, পশুখাদ্য এবং মিশ্র প্রজাতির বাগান রয়েছে এখানে। আরও আছে বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী যেমনঃ বাঘ, সাম্বার হরিণ, মায়া হরিণ, হরিণ, শূকর হরিণ, বনবিড়াল, বানর, শিয়াল, বেঁজি, খেঁকশিয়াল এবং অন্যান্য তৃণভোজী ও স্তন্যপায়ী প্রাণী। এসব বন্য প্রাণী এখানে প্রজনন ও সংরক্ষণ করা হয়। পার্কটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে বন্যপ্রাণী ও উদ্ভিদকূলের বিভিন্ন বৈচিত্র্য সংরক্ষিত আছে। সাফারি পার্কের ভিতরে সুরক্ষিত বাস যাত্রায় প্রাকৃতিক পরিবেশে বাঘ, সিংহ, হাতি, ভালুক, ভালুক, গয়াল, কুমির ও নানা জাতের প্রাণী দেখা যায়। পর্যটকরা মনোমুগ্ধকর লেক ও অসংখ্য জলজ পাখি দেখতে পারে। এর পর্যবেক্ষণ টাওয়ার থেকে বন ও বন্যপ্রাণীর নাটুকে সৌন্দর্য অনুধাবন করা যায়।
অবস্থান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর :
পার্কটি ঢাকা শহরের গাজীপুর জেলায় অবস্থিত।
কিভাবে যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর ????
প্রথমে গাজীপুর চৌরাস্তায় যেতে হবে। তারপর ময়মনসিংহ রাস্তা বরাবর এগিয়ে বাঘের বাজারে যেতে হবে। ঢাকা থেকে বাঘের বাজারের দূরত্ব ৪০ কিলোমিটার। এরপর রিক্সা বা সিএনজির মাধ্যমে সাফারি পার্কে খুব সহজেই যাওয়া যায়।
ভিডিও দেখতে এই খানে কিল্ক করুন
অবস্থান বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর :
পার্কটি ঢাকা শহরের গাজীপুর জেলায় অবস্থিত।
কিভাবে যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর ????
প্রথমে গাজীপুর চৌরাস্তায় যেতে হবে। তারপর ময়মনসিংহ রাস্তা বরাবর এগিয়ে বাঘের বাজারে যেতে হবে। ঢাকা থেকে বাঘের বাজারের দূরত্ব ৪০ কিলোমিটার। এরপর রিক্সা বা সিএনজির মাধ্যমে সাফারি পার্কে খুব সহজেই যাওয়া যায়।
ভিডিও দেখতে এই খানে কিল্ক করুন
No comments