ময়মনসিংহে বগি লাইনচ্যুত ট্রেন চলাচল বন্ধ | Vumika News
ময়মনসিংহে কমিউটার ট্রেনের বিদ্যুৎ সরবরাহকারী বগির (পাওয়ার কার) একটিসহ তিনিটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে ফাতেমা নগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।এতে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এসময় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের পাওয়ার কারের সাত থেকে আটি চাকা লাইনচ্যুত হয়। পরে আরও দু’টি বগি লাইনচ্যু হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।
No comments